MCQ HISTORY MADHYAMIK
সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের জন্য এখানে ক্লিক করুন
(ক) সুরেন্দ্রনাথ সেন (খ) শশীভূষণ চৌধুরী (গ) পি সি যোশী
(ঘ) বিপানচন্দ্র
উত্তর -সুরেন্দ্রনাথ সেন
২. বাংলা চলচ্চিত্রের জনক হলেন -
(ক) সত্যজিৎ রায়কে (খ) দাদাসাহেব ফালকেকে (গ) হীরালাল সেনকে (ঘ) জ্যোতি বসুকে
উত্তর - হীরালাল সেন
৩. 'ভারতের সংবাদপত্রের মুক্তিদাতা' বলা হয় -
(ক) লর্ড ওয়েলেসলিকে (খ) চার্লস মেটকাফকে (গ) উইলিয়াম বেন্টিঙ্ককে (ঘ) লর্ড ডালহৌসিকে
উত্তর - চার্লস মেটকাফ
৪. কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন -
(ক) ডঃ এম জে ব্রামলি (খ) ডঃ এইড গুডভি (গ) ডঃ এ এন ওয়ালিশ (ঘ) ডঃ জে গ্র্যান্ট
উত্তর - ডক্টর এম জে ব্রামলি
৫. 'অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন' প্রতিষ্ঠা করেন -
(ক) তারাচাঁদ চক্রবর্তী (খ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় (গ) প্যারীচাঁদ মিত্র (ঘ) হেনরি ডিরোজিও
উত্তর - হেনরি ডিরোজিও
৬. সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যে বিদ্রোহের সম্পর্ক ছিল -
(ক) মুন্ডা বিদ্রোহ (খ) চুয়ার বিদ্রোহ (গ) কোল বিদ্রোহ
(ঘ) ওয়াহাবী আন্দোলন
উত্তর - ওয়াহাবি আন্দোলন
৭. বাংলার প্রথম 'ফিল্ড জার্নালিস্ট' নামে পরিচিত ছিলেন -
(ক) হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় (খ) শিশিরকুমার ঘোষ (গ) উমেশচন্দ্র দত্ত (ঘ) অক্ষয়কুমার দত্ত
উত্তর - হরিশচন্দ্র মুখোপাধ্যায়
৮. 'এইটিন ফিফটি সেভেন' গ্রন্থের লেখক হলেন -
(ক) সুরেন্দ্রনাথ সেন (খ) শশীভূষণ চৌধুরী (গ) পি সি যোশী
(ঘ) বিপানচন্দ্র
উত্তর - সুরেন্দ্রনাথ সেন
৯. 'দেশীয় ভাষার সংবাদপত্র আইন' (Vernacular Press Act) পাস করেন কোন গভর্নর জেনারেল?
(ক) লর্ড নর্থব্রুক (খ) লর্ড লিটন (গ) লর্ড রিপন (ঘ) লর্ড এলগিন
উত্তর - লর্ড লিটন
১০. 'বর্তমান ভারত' (প্রবন্ধাকারে) যে পত্রিকায় প্রকাশিত হয় -
(ক) প্রবাসী (খ) দেশ (গ) উদ্বোধন (ঘ) বঙ্গদর্শন
উত্তর - উদ্বোধন
১১. 'শিশু শিক্ষা' (১৭৪৩ খ্রিস্টাব্দ) গ্রন্থটির রচয়িতা -
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (খ) মদনমোহন তর্কালঙ্কার (গ) রামমোহন রায় (ঘ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
উত্তর - মদনমোহন তর্কালঙ্কার
১২. 'জাতীয় শিক্ষা পর্ষদ'-এর প্রথম সভাপতি ছিলেন -
(ক) সুবোধচন্দ্র মল্লিক (খ) রাসবিহারী ঘোষ
(গ) আশুতোষ চৌধুরী (ঘ) অরবিন্দ ঘোষ
উত্তর - রাজবিহারী ঘোষ
১৩. বঙ্গভঙ্গের প্রতিবাদে সর্বপ্রথম বয়কটের ডাক দিয়েছিলেন -(ক) কৃষ্ণকুমার মিত্র (খ) সুরেন্দ্রনাথ ব্যানার্জী (গ) বিপিনচন্দ্র পাল (ঘ) অশ্বিনীকুমার দত্ত
উত্তর - কৃষ্ণকুমার মিত্র
১৪. তাম্রলিপ্ত জাতীয় সরকারের নেতৃত্ব গ্রহণ করেন -
(ক) বীরেন্দ্রনাথ শাসমল (খ) সতীশচন্দ্র সামন্ত (গ) রাসবিহারী ঘোষ (ঘ) অবনী মুখার্জী
উত্তর - সতীশচন্দ্র সামন্ত
১৫. প্রথম ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন -
(ক) উপেন্দ্রনাথ দত্ত (খ) মানবেন্দ্রনাথ রায় (গ) সিঙ্গারাভেলু চেট্টিয়ার (ঘ) এস এ ডাঙ্গে
উত্তর - মানবেন্দ্রনাথ রায়
১৬. 'ভারতীয় বিপ্লববাদের জননী' বলা হয় -
(ক) অ্যানি বেসান্ত (খ) ভগিনী নিবেদিতা
(গ) ভিকাজী রুস্তমজি কামা (ঘ) মাতঙ্গিনী হাজরাকে
উত্তর - ভিকাজি রুস্তমজি কামা
১৭. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন -
(ক) সূর্য সেন (খ) গণেশ ঘোষ (গ) লোকনাথ বল
(ঘ) প্রীতিলতা ওয়াদ্দেদার
উত্তর - সূর্য সেন
১৮. 'সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি' (Communal Award) ঘোষণা করেন -
(ক) লর্ড আরউইন (খ) রামসে ম্যাকডোনাল্ড (গ) লর্ড লিনলিথগো (ঘ) লর্ড ওয়াভেল
উত্তর - রামসে ম্যাকডোনাল্ড
১৯. 'ভারতীয় স্বাধীনতা আইন' পাস হয়েছিল -
(ক) ২৬ জানুয়ারি ১৯৪৭ খ্রিস্টাব্দে (খ) ১৮ জুলাই ১৯৪৭ খ্রিস্টাব্দে (গ) ২৬ জানুয়ারি ১৯৫০ খ্রিস্টাব্দে (ঘ) ১৫ আগস্ট ১৯৫০ খ্রিস্টাব্দে
উত্তর - ১৮ জুলাই ১৯৪৭ খ্রিস্টাব্দে
২০. 'দ্য মার্জিন্যাল ম্যান' (প্রান্তিক মানব) গ্রন্থের রচয়িতা হলেন -
(ক) খুশবন্ত সিং (খ) ভীষ্ম সাহানি (গ) মণিকুন্তলা সেন
(ঘ) প্রফুল্ল চক্রবর্তী
উত্তর -মদনমোহন তর্কালঙ্কার
(ক) স্বামী বিবেকানন্দকে (খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে
(গ) হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়কে (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে।
উত্তর - সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
২৪. লর্ড কার্জন বাংলা দ্বিধাবিভক্ত করেন –
(ক) ১৯০৫ খ্রিস্টাব্দে (খ) ১৯১১ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪২ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে।
উত্তর - ১৯০৫ খ্রিস্টাব্দে ।
(ক) কংগ্রেস সমাজতন্ত্রী দলের (খ) ভারতের কমিউনিস্ট পার্টির (গ) কৃষক প্রজা পার্টির (ঘ) সারা ভারত ওয়াকার্স অ্যান্ড পেজেন্ট পার্টির।
উত্তর - সারা ভারত ওয়ার্কার্স এন্ড পেজেন্ট পার্টি
২৬. সর্বভারতীয় কৃষক সভার প্রথম সভাপতি ছিলেন –
(ক) স্বামী সহজানন্দ (খ) এন জি রঙ্গ
(গ) বাবা রামচন্দ্র (ঘ) বাল রামকৃষ্ণ।
উত্তর - স্বামী সহজানন্দ
২৭. গান্ধীজি দলিতদের বলতেন –
(ক) অস্পৃশ্য (খ) শূদ্র (গ) হরিজন (ঘ) মহাজন।
২৮. ‘পুণা চুক্তি’ স্বাক্ষরিত হয় –
(ক) ১৯৩০ খ্রিস্টাব্দে (খ) ১৯৩১ খ্রিস্টাব্দে
(গ) ১৯৩২ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৩৩ খ্রিস্টাব্দে।
উত্তর - ১৯৩২ খ্রিস্টাব্দে
২৯. সুভাষ সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল –
(ক) অনুশীলন সমিতি (খ) গদর দল
(গ) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি (ঘ) বেঙ্গল ভলান্টিয়ার্স।
উত্তর - ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে (খ) ১৯৪৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৯ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দে।
উত্তর - ১৯৪৮ খ্রিস্টাব্দে
৩১. ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্যটি ছিল –
(ক) কাশ্মীর (খ) হায়দ্রাবাদ (গ) জুনাগড় (ঘ) বরোদা।
উত্তর - হায়দ্রাবাদ
৩২. ‘ভারতীয় সংগীত কা ইতিহাস’ গ্রন্থটি রচনা করেন –
(ক) রাজেশ্বর মিত্র (খ) উমেশ যোশী
(গ) প্যাট্রিক মৌতাল(ঘ) চার্লস রাসেল ডেল।
উত্তর - রাজেশ্বর মিত্র
৩৩. প্রথম কোন্ পত্রিকায় লালন ফকিরের গান প্রকাশিত হয় (ক) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় (খ) গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় (গ) বামাবোধিনী পত্রিকায় (ঘ) সংবাদ প্রভাকর পত্রিকায়।
৩৪. সাঁওতালদের বিদ্রোহ কী নামে পরিচিত? –
(ক) হুল (খ) উলগুলান
(গ) দার-উল-হারব (ঘ) দিকু।
উত্তর - হুল
৩৫. ইতিহাস হল অতীতের –
(ক) কর্তব্যনিষ্ঠ বিবরণ (খ) বর্ণনানিষ্ঠ বিবরণ
(গ) কর্মনিষ্ঠ বিবরণ (ঘ) অর্থনিষ্ঠ বিবরণ।
উত্তর - বর্ণনানিষ্ঠ বিবরণ
(ক) ১৮৬৩ খ্রিস্টাব্দে (খ) ১৮৬৪ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৬৬ খ্রিস্টাব্দে।
উত্তর -১৮৬৩ খ্রিস্টাব্দে
৩৭. ‘ফরাজি’ নামে ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করেন –
(ক) হাজী শরীয়ত উল্লাহ্ (খ) দুদু মিঞা
(গ) তিতুমির (ঘ) মজনু শাহ্।
উত্তর - হাজী শরীয়ত উল্লাহ্
৩৮. ‘হুতুম প্যাঁচা’ ছদ্মনাম ছিল –
(ক) রাজনারায়ণ বসুর (খ) কালীপ্রসন্ন সিংহের
(গ) কেশবচন্দ্র সেনের (ঘ) শিবনাথ শাস্ত্রীর।
উত্তর -কালীপ্রসন্ন সিংহের
(ক) সুভাষচন্দ্র বসু (খ) জওহরলাল নেহরু
(গ) ভি বি সাভারকর (ঘ) রাসবিহারী বসু।
উত্তর - ভি বি সাভারকর
৪০. সাম্প্রতিককালে ইতিহাসচর্চার ক্ষেত্রে যে পরিবর্তন এসেছে তা হল–
(ক) মনস্তাত্ত্বিক (খ) অর্থনৈতিক
(গ) বিজ্ঞান সম্মত (ঘ) সমাজতান্ত্রিক
উত্তর - সমাজতান্ত্রিক
৪১. ‘এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি’ গ্রন্থটি রচনা করেন –
(ক) জে ডি বার্নাল (খ) মহেন্দ্রলাল সরকার
(গ) জগদীশচন্দ্র বসু (ঘ) প্রফুল্লচন্দ্র রায়
উত্তর -প্রফুল্লচন্দ্র রায়
৪২. তিন আইন পাশ হয়–
(ক) ১৮৭০ খ্রিস্টাব্দে (খ) ১৮৭২ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭৮ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭৯ খ্রিস্টাব্দে
উত্তর - ১৮৭২ খ্রিস্টাব্দে
৪৩. ইন্ডিগো ডিস্ট্রিক্ট বিভাগটি যে পত্রিকার অন্তর্ভুক্ত ছিল সেটি হল –
(ক) হিন্দু প্যাট্রিয়ট (খ) অমৃতবাজার পত্রিকা
(গ) টাইমস অফ ইন্ডিয়া (ঘ) বেঙ্গল গেজেট
উত্তর -হিন্দু প্যাট্রিয়ট
৪৪. হুগলীর ‘ইমাম বাড়া’ প্রতিষ্ঠা করেন –
(ক) স্যার সৈয়দ আহম্মদ (খ) মজনু শাহ
(গ) মীর নিসার আলি (ঘ) হাজী মহম্মদ মহসীন
উত্তর - হাজী মহম্মদ মহসীন
৪৫. মেদিনীপুর জেলার জঙ্গল মহল যে বিদ্রোহের কেন্দ্র ছিল সেটি হল –
(ক) কোল বিদ্রোহ (খ) সাঁওতাল বিদ্রোহ
(গ) চুয়ার বিদ্রোহ (ঘ) মোপলা বিদ্রোহ
উত্তর - চুয়ার বিদ্রোহ
৪৬. দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয় –
(ক) কোল বিদ্রোহের পরে (খ) মুণ্ডা বিদ্রোহের পরে
(গ) সাঁওতাল বিদ্রোহের পরে (ঘ) ভুল বিদ্রোহের পরে
উত্তর - কোল বিদ্রোহের পরে
৪৭. মহারানির ঘোষণাপত্র অনুযায়ী (১৮৫৮ খ্রিস্টাব্দ) ভারতের রাজপ্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন –
(ক) লর্ড ডালহৌসি (খ) লর্ড ক্যানিং
(গ) লর্ড মাউন্টব্যাটেন (ঘ) লর্ড বেন্টিঙ্ক
উত্তর - লর্ড ক্যানিং
৪৮. ‘দ্য বেঙ্গল ব্রিটিশ সোসাইটি’ প্রতিষ্ঠিত হয় –
(ক) ১৮৩৯ খ্রিস্টাব্দে (খ) ১৮৩৮ খ্রিস্টাব্দে
(গ) ১৮৪০ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৪২ খ্রিস্টাব্দে
উত্তর - ১৮৩৮ খ্রিস্টাব্দে
৪৯.‘গোরা’ উপন্যাসটি রচিত হয়েছে –
(ক) হিন্দু ধর্মের পুনরুজ্জীবনবাদের পটভূমিকায়
(খ) মুসলমান ধর্মের প্রতিষ্ঠার মধ্য দিয়ে
(গ) সাম্প্রদায়িক আবেগে (ঘ) সাম্প্রদায়িকতা বিরোধী
উত্তর - সাম্প্রদায়িকতা বিরোধী
৫০. জাতীয় প্রযুক্তি বিদ্যার পথিকৃৎ বলা হয় –
(ক) রাজেন্দ্রলাল মিত্রকে (খ) নবগোপাল মিত্রকে
(গ) সি ভি রমনকে (ঘ) মেঘনাদ সাহাকে
উত্তর - রাজেন্দ্রলাল মিত্রকে
৫১. বিশ্বভারতী কেন্দ্রীয় বিদ্যালয়ে পরিণত হয় –
(ক) ১৯৫০ খ্রিস্টাব্দে (খ) ১৯৫১ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫২ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৫৩ খ্রিস্টাব্দে
উত্তর - ১৯৫২ খ্রিস্টাব্দে
৫২. তমলুক ও কাঁথিতে কৃষক বিদ্রোহে নেতৃত্ব দেন –
(ক) বারীন্দ্র ঘোষ (খ) বীরেন্দ্রনাথ শাসমল
(গ) ধ্রুপদ পাল (ঘ) দীনেশ দাস
উত্তর - বীরেন্দ্রনাথ শাসমল
৫৩. ফরাজি আন্দোলনে চাষীরা উৎপন্ন ফসলের কত অংশ দাবি করে?–
(ক) ২/৩ অংশ (খ) ১/২ অংশ (গ) ১/৪ অংশ (ঘ) কিছুই নয়।
উত্তর - ১/৪ অংশ
৫৪. ভারতীয় কমিউনিস্ট পার্টি সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল –
(ক) বার্লিনে (খ) ভিয়েনায় (গ) তাসখন্দে (ঘ) বেজিং–এ।
উত্তর - তাসখন্দে
৫৫. লাঙ্গলের প্রচার শুরু করেন –
(ক) সরলা দেবী চৌধুরানী (খ) কমলা দত্ত
(গ) লীলা নাগ (ঘ) বীণা দাস।
উত্তর - লীলা নাগ
৫৬. দক্ষিণ ভারতের ‘বিদ্যাসাগর’ নামে পরিচিত –
(ক) জ্যোতিরাও ফুলে (খ) শ্রী নারায়ণ গুরু
(গ) বীরেশ লিঙ্গম পান্থুলু (ঘ) ভি ডি সাভারকার।
উত্তর - বীরেশ লিঙ্গম পান্থুলু
৫৭. ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম নারী শহীদ হলেন –
(ক) উর্মিলা দেবী (খ) প্রীতিলতা ওয়াদ্দেদার
(গ) বীণা দাস (ঘ) লক্ষ্মী সেহগাল।
উত্তর - প্রীতিলতা ওয়াদ্দেদার
৫৮. নেহরু-লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় –
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে (খ) ১৯৪৯ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫২ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৫৪ খ্রিস্টাব্দে
উত্তর - ১৯৫৪ খ্রিস্টাব্দে
৫৯. নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা পায় –
(ক) ১৯৬০ খ্রিস্টাব্দে (খ) ১৯৬৩ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬৪ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৭১ খ্রিস্টাব্দে।
উত্তর - ১৯৬৩ খ্রিস্টাব্দে
৬০. পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলা হলো– (ক) হাডুডু, (খ) ফুটবল (গ) হকি (ঘ) মানাকালা।
উত্তর -মানাকালা
৬১. সংস্কৃতি নগরী বলা হয় যে শহরকে– (ক) বোম্বাই (খ) দিল্লী (গ) কলকাতা (ঘ) জয়পুর।
উত্তর - জয়পুর
৬২. ভারতের বেকন নামে খ্যাত– (ক) অক্ষয়কুমার দত্ত (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (গ) গিরিশচন্দ্র ঘোষ (ঘ) মধুসূদন রায়।
উত্তর - গিরিশচন্দ্র ঘোষ
৬৩. বাংলা ভাষায় লেখা প্রথম ঐতিহাসিক উপন্যাস– (ক) দেবী চৌধুরানি (খ) শাহজাহান (গ) দুর্গেশনন্দিনী (ঘ) মেবার রানা।
উত্তর - দুর্গেশনন্দিনী
৬৪. ভারতীয় জাতীয়তাবাদের জনক– (ক) বঙ্কিমচন্দ্র (খ) বিবেকানন্দ (গ) রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ) সুভাষচন্দ্র বসু।
উত্তর - বঙ্কিমচন্দ্র
৬৫. ভারতে প্রথম রেলগাড়ি চালু হয়– (ক) ১৮৫৬ খ্রিস্টাব্দে (খ) ১৮৫৩ খ্রিস্টাব্দে (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৬৯ খ্রিস্টাব্দে।
উত্তর - ১৮৫৩ খ্রিস্টাব্দে
৬৬. যে শহরকে কেন্দ্র করে ‘জঙ্গলমহল’ নামে বিশেষ জেলা গঠন করা হয়– (ক) বাঁকুড়া (খ) মেদিনীপুর (গ) বিষ্ণুপুর (ঘ) ঝাড়গ্রাম।
উত্তর - ঝাড়গ্রাম
৬৭. সিপাহী বিদ্রোহের বিদ্রোহীরা যাকে সম্রাট বলে ঘোষণা করে– (ক) দ্বিতীয় বাহাদুর শাহকে (খ) কুনওয়ার সিংহকে (গ) তাঁতিয়া টোপিকে (ঘ) নানা সাহেবকে।
উত্তর - দ্বিতীয় বাহাদুর শাহকে
৬৮. হজরত মহল সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দেন– (ক) অযোধ্যায় (খ) দিল্লিতে (গ) কানপুরে (ঘ) ফৈজাবাদে।
উত্তর - অযোধ্যায়
৬৯. ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন– (ক) জমিদার সভা (খ) বঙ্গভাষা প্রকাশিকা সভা (গ) ভারতসভা (ঘ) হিন্দু মেলা।
উত্তর - বঙ্গভাষা প্রকাশিকা সভা
৭০. ‘বাল্যশিক্ষা’ গ্রন্থটির রচয়িতা– (ক) রামসুন্দর বসাক (খ) গোবিন্দপ্রসাদ দাস (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (ঘ) মনমোহন তর্কালঙ্কার।
উত্তর - মনমোহন তর্কালঙ্কার।
৭১. কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন– (ক) জগদীশচন্দ্র বসু (খ) প্রফুল্লচন্দ্র রায় (গ) মহেন্দ্র লাল সরকার (ঘ) আশুতোষ মুখোপাধ্যায়।
উত্তর - মহেন্দ্র লাল সরকার
৭২. ‘শের-ই-বাংলা’ নামে পরিচিত ছিলেন– (ক) এ কে ফজলুল হক (খ) স্যার আশুতোষ মুখোপাধ্যায় (গ) চিত্তরঞ্জন দাস (ঘ) অরবিন্দ ঘোষ।
উত্তর - এ কে ফজলুল হক
৭৩. অন্ধ্রপ্রদেশের উল্লেখযোগ্য জঙ্গি কৃষক আন্দোলনের নাম– (ক) চম্পারন আন্দোলন (খ) খেলা আন্দোলন (গ) বার্দোলি আন্দোলন (ঘ) রাম্পা বিদ্রোহ।
উত্তর - রাম্পা বিদ্রোহ।
৭৪. বাংলায় প্রথম প্রকৃত ট্রেড ইউনিয়ন গঠিত হয়– (ক) জুট মিল (খ) রেলওয়েতে (গ) সুতাকলে (ঘ) সরকারি প্রেসে।
উত্তর - সুতাকলে
৭৫. ‘ভারতের নাইটিঙ্গেল’ নামে খ্যাত– (ক) সরলাদেবী (খ) সরোজিনী নাইডু (গ) কমলা নেহরু (ঘ) বাসন্তী দেবী।
উত্তর - সরোজিনী নাইডু
৭৬. ‘খোদাই-ই খিদমতগার’-এর নেতৃত্ব দেন– (ক) মৌলানা আবুল কালাম আজাদ (খ) আব্দুল গাফ্ফর খান (গ) ফজলুল হক (ঘ) শওকত আলি।
উত্তর - আব্দুল গাফ্ফর খান।
৭৭. ভারতীয় সংবিধানের জনক– (ক) রাধাকৃষ্ণন (খ) রাজেন্দ্রপ্রসাদ (গ) আম্বেদকর (ঘ) জওহরলাল নেহেরু।
উত্তর - আম্বেদকর
৭৮. ভারতের লৌহ মানব বলা হয়– (ক) বাল গঙ্গাধর তিলককে (খ) সর্দার বল্লভভাই প্যাটেলকে (গ) সুভাষচন্দ্র বসুকে (ঘ) জয়ন্ত চৌধুরীকে।
উত্তর - সর্দার বল্লভভাই প্যাটেলকে
৭৯. ‘নীলকণ্ঠ পাখির খোঁজে’ বইটির লেখক– (ক) সমরেশ বসু (খ) সুনীল গঙ্গোপাধ্যায় (গ) আনন্দী বন্দ্যোপাধ্যায় (ঘ) প্রফুল্লচন্দ্র রায়।
উত্তর - সমরেশ বসু