ইতিহাস (ষষ্ঠ শ্রেণী)



অর্থনীতি ও জীবন যাত্রা 

1. রণডঙ্কা মানে কি ?

2. জনপদ বলতে কেমন অঞ্চল কে বোঝায়? 

3. ষোড়শ মহাজনপদের আমলে মানুষদের প্রধান জীবিকা কি ছিল? 

4. ধানের মধ্যে সেরা ধান কি ছিল? 

5. মগধে কোন ধানের চাষ বেশি হতো? 

6. ধান ছাড়া আর কি কি ফসল চাষ হতো? 

7. খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের পর থেকে গবাদি পশু বলি দেওয়া কমে গিয়েছিল কেন? 

8. চাষের কাজে ব্যবহৃত দুটি যন্ত্রপাতির নাম লেখ। 

9. বস্ত্র শিল্পের কেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল কোন শহর? 

10. একটি বহুল পরিচিত মুদ্রার নাম লেখ।

11. প্রাচীন ভারতের প্রথম নগরায়ন কাকে বলে ?

12. নবর গুলি কি দিয়ে ঘেরা থাকতো ?

13. মৌর্য আমলের অর্থনীতি কিসের উপর নির্ভরশীল ছিল ?

14. নুনকে কি হিসাবে ধরা হতো ?

15. মেগাস্থিনিসের মতে ভারতীয় জনসমাজ কটি জাতিতে বিভক্ত ছিল ?

16. মেগাস্থিনিসের মতে একমাত্র ভারতবর্ষ আক্রমণকারী কে ছিলেন ?

17. ঘরের মধ্যে কি কি আসবাবপত্র ব্যবহার করা হতো ?

18. উত্তর ভারতের প্রধান প্রধান ফসল কি কি ছিল ?

19. দাক্ষিণাত্যের কালো মাটিতে কিসের চাষ বেশি হতো ?

20. কোথায় গোলমরিচের ফলন বেশি হত ?

21. জল সেচ প্রকল্প গুলিকে কি বলা হত ?

22. প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি জলসেচ ব্যবস্থার উদাহরণ দাও ।

23. ওয়াড় মানে কি ?

24. সুদর্শন হ্রদটি কার শাসনকালে বানানো হয়েছিল ?

25. বিদেশে ভারতের কোন কোন জিনিসের চাহিদা ছিল ?

26. ভারতে আমদানিকৃত প্রধান দ্রব্য কি ছিল ?

27. কোন দুটি শহর দামী কাপড় তৈরির জন্য বিখ্যাত ছিল ?

28. কাবেরী নদীর বদ্বীপে অবস্থিত বিখ্যাত বন্দর নগরটির নাম কি ছিল ?

29. মৌর্য আমলে অবসর সময় কাটানোর উপায় কি কি ছিল ?

30. ধনী মানুষদের অবসর কাটানোর উপায় কি কি ছিল ?

31. সমাজ জীবনের ভিত্তি কি ছিল ?

32. গাথা সপ্তসতী বইটি কে লিখেছেন ?

33. গাথা সপ্তসতী বইটি কোন ভাষায় লেখা ?

34. গ্রামে কি কি রকমের রাস্তা ছিল ?

35. মন্দিরে কোন কোন দেবতার পূজো হতো ?

36. গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলের প্রধান ফসল কি ছিল ?

37. দক্ষিণ ভারতে কোন কোন ফসলের চাষের কথা জানা যায় ?

38. অগ্রহার ব্যবস্থা কাকে বলা হয় ?

39. অগ্রহার ব্যবস্থা সুফল কি ছিল ?

40. গুপ্ত আমলে দূরপাল্লার বৈদেশিক বাণিজ্য কমে গিয়েছিল কেন ?

41. তামিলনাড়ুর কোন বন্দরে নিয়মিত দূরপাল্লার বাণিজ্য হত ?

42. দুটি বণিক সংঘের নাম লেখ ।

43. বণিক সংঘের কাজ কি কি ছিল ?

44. আমানত হিসেবে কি কি জমা রাখা হতো ?

45. বণিকদের নিজস্ব সংগঠনকে কি বলা হতো ?

46. গুপ্ত রাজাদের চালু করা সোনার মুদ্রাকে  কি কি বলা হত ?
47. রুপোর মুদ্রা প্রথম কে চালু করেন ? 
48. রুপোর মুদ্রার নাম কি ছিল ?
49. রোজকার কাজকর্মে ব্যবহারের জন্য গুপ্ত শাসকরা কোন মুদ্রা চালু করেন ?
50. সমাজে সবথেকে খারাপ অবস্থা কাদের ছিল ?
51. গুপ্ত আমলে পরিবারের প্রধান কে ছিলেন ?
52. স্ত্রীধন কাকে বলা হত ?
53. ফাসিয়ান কার আমলে ভারতে এসেছিলেন ?
54. ফাসিয়ানের মতে দুষ্ট লোকেদের কি বলে ধরা হতো ?
55. সুয়ান জাং এর লেখায় ভারত বর্ষ কি নামে পরিচিত ?

প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানা দিক 

1. গুরুকুল ব্যবস্থা কাকে বলা হত ?
2. বৌদ্ধরা কোথায় লেখাপড়া শিখত ?
3. বৌদ্ধবিহার গুলিতে ধর্মীয় বিষয় ছাড়া আর কি কি? শেখানো হতো ?
4. বৈশ্য ও শুদ্রদের কোন কোন বিষয়ে পড়াশোনা করতে হতো ?
5. গুপ্ত যুগে পাঠ্য বিষয়ের মধ্যে প্রধান ছিল ?
6. কয়েকটি বৌদ্ধ মহাবিহারের নাম লেখ। 
7. গুপ্ত যুগের বিখ্যাত শিক্ষা কেন্দ্রগুলি কোন কোন নগরে অবস্থিত ছিল ?
8. কোন কোন দেশ থেকে ছাত্ররা নালন্দায় পড়তে আসতো? 
9. গন্ধার মহাজনপদে রাজধানী কোথায় ছিল ?
10. তক্ষশিলায় কোন ধর্ম জনপ্রিয় হয়ে উঠেছিল ?
11. তক্ষশীলা মহাবিহারের তিনজন ছাত্রের নাম লেখ। 
12. বিদ্যারম্ভ কি ?
13. ঋক বেদের ভাষাকে কি বলে ?
14. পাণিনির লেখা ব্যাকরণ বইটির নাম কি ছিল ?
15. সংস্কার করে যে ভাষা তৈরি হল তার নাম কি ?
16. প্রাকৃত ভাষা কাদের বলা হত ?
17. ছন্দস্ থেকে ভেঙে ভেঙে কোন ভাষা তৈরি হলো ‌?
18. জৈন ও বৌদ্ধ ধর্মের সাহিত্য গুলি কোন ভাষায় লেখা ?
19. অর্থশাস্ত্র কার লেখা ?
20. রামায়ণ মহাকাব্যে কতগুলি শ্লোক রয়েছে ?
21. রামায়ণ মহাকাব্যটিকে কয়টি কাণ্ডে ভাগ করা হয়েছে ?
22. রামায়ণের প্রধান চরিত্রগুলি কি কি ?
23. মহাভারত আসলে কিসের গল্প ?
24. মহাভারতে কতগুলি স্লোক আছে ?
25. মহাভারতের আদি নাম কি ছিল ?
26. মহাভারতকে পঞ্চম বেদ বলা হয় কেন ?
27. মহাভারতে কয়টি ভাগ রয়েছে ?
28. মহাভাষ্য নামে ব্যাকরণ বই কে লেখেন ?
29. অশ্বঘোষ কে ছিলেন ?
30. জৈনরা কোন দুই ভাষাতে সাহিত্য লিখত?



Post a Comment

Previous Post Next Post