ভূগোল (সপ্তম শ্রেণী)

ভূগোল ইতিহাস  English 

 জল দূষণ

1. জল দূষণ বলতে কী বোঝো ?
2. বিশ্বের কয়েকটি নদীর নাম লেখ যেগুলি অতিমাত্রায় দূষিত।
3. কোন কোন জায়গায় চরম জল সংকট দেখা গেছে ?
4. পৃথিবীর মোট জলের কত ভাগ সমুদ্রের নোনা জল ?
5. শিল্প কারখানা থেকে নির্গত কোন কোন বর্জ্য জল দূষিত করে ?
6. কি কি থেকে তেজস্ক্রিয় দূষণ ঘটে ?
7. আর্সেনিক দূষণ কাকে বলে ?
8. মিনামাটা উপসাগরে কি ঘটনা ঘটেছিল ?
9. হলদি নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে গেছে কেন ?
10. ব্ল্যাক ফুট ব্যাধি কাকে বলে ?
11. ফ্লুরাইড দূষণ থেকে কোন রোগ হয় ?
12. পারদ দূষণ থেকে কোন রোগ হয় ?
13. ক্যাডমিয়াম দূষণ থেকে কোন রোগ হয় ? 
14. বিভিন্ন জলাশয়ে ভেড়ির মাছ কমে যাচ্ছে কেন ?
15. ইউট্রোফিকেশন কাকে বলে? 
16. কিভাবে জলকে সহজে দূষণমুক্ত করব ?

মাটি দূষণ 

1. মাটি দূষণ বলতে কী বোঝো? 
2. গঙ্গা নদীর দুই তীরে কি কি ফসল ভালো চাষ হয় ?
3. মাটি কে জীবনে ধারক বলা হয় কেন? 
4. মাটি দূষণের যেকোনো চারটি কারণ লেখ। 
5. মাটি দূষণের যেকোনো চারটি প্রভাব লেখ।
6. ১৯৮৪ সালে ভূপালে কি দুর্ঘটনা ঘটেছিল? 
7.১৯৮৬ সালে এবং ২০১১ সালে কোন কোন জায়গায় পরমাণুর দুর্ঘটনা ঘটেছিল? 
8. পরমাণু দুর্ঘটনার ফলে কি কি ক্ষতি হয়?
9.মাটি দূষণ প্রতিরোধ করার জন্য কি কি করা উচিত?
10. মাটি দূষণ প্রতিরোধ করার জন্য কি কি করা উচিত নয়?

ইউরোপ মহাদেশ 


1. আয়তনের বিচারে পৃথিবীতে ইউরোপ মহাদেশের স্থান কত?
2. ইউরোপ মহাদেশের দেশের সংখ্যা কয়টি?
3. আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
4. ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এবং এর উচ্চতা কত?
5. আল্পস পার্বত্য অঞ্চলে কি কি নদী প্রবাহিত হয়েছে?
6. হাজার হ্রদের দেশ কাকে বলা হয়?
7. ইউরোপের বৃহত্তম হ্রদ কোনটি?
8. ভূমধ্যসাগরীয় অঞ্চলে অবস্থিত দুটি আগ্নেয়গিরির নাম লেখ।
9. ইউরোপের জলবায়ু কেমন প্রকৃতির?
10. ফ্রান্সের দীর্ঘতম নদী কোনটি?
11. ইউরোপের ব্যস্ততম অভ্যন্তরীণ জলপথ কোনটি ?
12. পোল্যান্ডের দীর্ঘতম নদী কোনটি ?
13. ইতালির দীর্ঘতম নদী কোনটি ? 
14. শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদীর নাম কি ?
15. ইউরোপের দীর্ঘতম নদী কোনটি ?
16. স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য প্রধানত কিসের উপর নির্ভর  করে ?
17. কোন কোন দেশে তুন্দ্রা জলবায়ু দেখা যায় ?
18. তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কি কি গাছ জন্মায় ?
19. পৃথিবীর বৃহত্তম বনভূমি কোনটি ?
20. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন ঋতুতে বৃষ্টিপাত হয় ?
21. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কি কি গাছ জন্মায় ?
22. স্তেপ কাকে বলে ?
23. রূঢ় শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে ?
24. রূঢ় শিল্পাঞ্চলের ক্ষেত্রফল কত ?
25. রূঢ় শিল্পাঞ্চল কিসের ফলে সৃষ্টি হয়েছে ?
26. রুঢ় শিল্পাঞ্চলের প্রধান নদীর নাম কি ?
27. রাইন নদীর দুটি উপনদীর নাম লেখ ।
28. রুঢ় শিল্পাঞ্চলের উত্তর ও দক্ষিণ দিকে কোন কোন মাটি দেখা যায় ?
29. রূঢ় শিল্পাঞ্চলের জলবায়ু কেমন প্রকৃতি ?
30. রূঢ় শিল্পাঞ্চলে কোন বায়ুর প্রভাবে সারা বছর ধরে বৃষ্টিপাত হয় ?
31. রূঢ় শিল্পাঞ্চলের প্রধান খনিজ দ্রব্য কি ?
32. রূঢ় শিল্পাঞ্চলে কি কি জাতের কয়লা পাওয়া যায় ?
33. রুঢ় শিল্পাঞ্চলের উত্তরে অবস্থিত বন্দরটির নাম কি ?
34. রুঢ় শিল্পাঞ্চলে মিশ্র পদ্ধতিতে কি কি ফসল চাষ হয় ?
35. রূঢ় শিল্পাঞ্চলে কি কি শিল্প গড়ে উঠেছে ?
36. কোন নদীর তীরে লন্ডন শহরটি গড়ে উঠেছে ?
37. মূল মধ্যরেখা কোন শহরের উপর দিয়ে গেছে ?
38. লন্ডন অববাহিকার ক্ষেত্রফল কত ?
39. লন্ডন অববাহিকার আকৃতি কেমন ?
40. লন্ডন অববাহিকার প্রধান নদীর নাম কি ?
41. লন্ডন অববাহিকার প্রধান বিমানবন্দর কোনটি ?
42. কোন দুটি পর্বতের মধ্যবর্তী সমতল ভূমিতে লন্ডন অববাহিকা অবস্থিত ?
43. টেমস নদীর কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে ?
44. লন্ডন অববাহিকায় অবস্থিত তিনটি উচ্চভূমির নাম লেখ। 
45. লন্ডন অববাহিকাটি কিসের ফলে সৃষ্টি হয়েছে ?
46. টেমস নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে ?
47. টেমসের প্রধান উপনদী গুলি কি কি ?
48. সারা বছর লন্ডনের আবহাওয়া কেমন থাকে ?
49. শীতকালে লন্ডনের উষ্ণতা খুব বেশি কমতে পারে না কেন ?
50. কোন বায়ুর প্রভাবে লন্ডন অববাহিকায় সারা বছর বৃষ্টিপাত হয় ?
51. লন্ডন অববাহিকা অঞ্চলে কি কি ফসল চাষ হয় ?
52. লন্ডন অববাহিকার কৃষির প্রধান বৈশিষ্ট্য কি ?
53. ট্রাক ফার্মিং কাকে বলে ?
54. পশু খাদ্য হিসেবে কি কি চাষ করা হয় ?
55. লন্ডন কে পুনঃরপ্তানি বন্দর কেন বলা হয় ?
56. লন্ডন বন্ধ রে কোন কোন পণ্যের বাণিজ্য হয় ?
57. পোল্ডার ভূমি কাকে বলে ?
58. কোন দেশে প্রথম পোল্ডার ভূমি তৈরির কাজ শুরু হয়েছিল ?
59. নেদারল্যান্ডে কতগুলি পোল্ডার ভূমি রয়েছে ?
60. নেদারল্যান্ডের সবচেয়ে বড় পোল্ডার প্রকল্পটির নাম কি ?
61. নেদারল্যান্ডের দুটি পোল্ডার প্রকল্পের নাম লেখ। 
62. নেদারল্যান্ডের প্রধানত কোন অংশে সোল্ডার ভূমি গড়ে উঠেছে ?
63. পোল্ডার অঞ্চল কে কয়টি এবং কি কি ভাগে ভাগ করা হয়েছে ?
64. পোলডার ল্যান্ড কোন তাপমন্ডলে অবস্থিত ?
65. নতুন পোল্ডারগুলিতে জমির লবণাক্ততা কমানোর জন্য কি করা হয় ?
66. পোল্ডার ভূমির লবণ মুক্ত জমিতে কি কি ফসল চাষ করা হয় ?
67. পোল্ডার ভূমির বিস্তীর্ণ জমিতে কোন কোন ফুলের চাষ করা হয় ?
68. পোল্ডার ভূমির কোন অঞ্চলে প্রচুর প্রাকৃতিক গ্যাস? পাওয়া যায় ?
69. পোল্ডার ভূমি অঞ্চলে কি কি শিল্প গড়ে উঠেছে ?
70. নেদারল্যান্ডের রাজধানীর নাম কি ?
71. আমস্টারডাম কিসের জন্য বিখ্যাত ?






Post a Comment

Previous Post Next Post