ইতিহাস (সপ্তম শ্রেণী)

 জীবন যাত্রা ও সংস্কৃতি

1. ভক্তি বাদের মূল কি ছিল ?
2. ভক্তির দুটি বৈশিষ্ট্য লেখ ।
3. ভক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন এমন দুটি গোষ্ঠীর নাম লেখ ।
4. অলভার এবং নায়নার সাধকরা কোন ভাষায় ঈশ্বরের প্রতি ভালোবাসা জানায় ?
5. খ্রিস্টীয় ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতকে আবিষ্কৃত ভক্তিবাদের প্রচারকের নাম লেখ।
6. কার আমল থেকে লঙ্গরখানা চালু হয় ?
7. শিখদের ধর্মগ্রন্থের নাম কি ?
8. শিখদের ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা ?
9. শিখ ধর্মে কতজন গুরুর কথা বলা হয়েছে ?
10. ভক্তিবাদের দুটি মূল কথা কি কি ছিল ?
11. ভক্তিবাদের দ্বিতীয় বৈশিষ্ট্যটির একটি উজ্জ্বল উদাহরণ দাও ?
12. মীরাবাঈ কার ভক্ত ছিলেন ?
13. কবীরের জন্ম কোথায় হয়েছিল ?
14. কবীর কার শিষ্য ছিলেন ?
15. দোহা কাকে বলে ?
16. সুফিদের আবির্ভাব হয়েছিল কোথায় ?
17. সুফি শব্দটি কোন শব্দ থেকে এসেছে ?
18.এই শব্দটির অর্থ কি ?
19. সুফিরা হঠ যোগ কাদের কাছ থেকে শিখেছিল ?
20. ভারতের চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
21. চিশতী সম্প্রদায়ের একজন অন্যতম সাধকের নাম লেখ। 
22. চিশতি সুফিদের জীবন কেমন ছিল ?
23. দিল্লিতে চিশতি মতবাদকে জনপ্রিয় করে তুলেছিলেন কে ?
24. সুহরা বর্দি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
25. বাংলায় ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল কোথায় ?
26. কোন তিন লৌকিক দেবদেবীর পুজোর চলছিল ?
27. কারা বৈষ্ণবদের প্রবল বিরোধিতা করত ?
28. চৈতন্যের অন্যতম অনুগামী কে ছিলেন ?
29. চৈতন্যদেব নবদ্বীপে কাদের অত্যাচারের বিরোধিতা করেছিলেন ?
30. চৈতন্যদেব কি কি রকমের কীর্তন সংগঠিত করেন ?
31. কীর্তনের বৈশিষ্ট্য কি ছিল ?
32. কোন কোন উৎসবে আজও বৈষ্ণব প্রভাব লক্ষ্য করা যায় ?
33. উত্তর-পূর্ব ভারতের আসামে ভক্তি আন্দোলনের নেতা কে ছিলেন ?
34. শ্রীমন্ত শংকর দেব কার উপাসক ছিলেন ?
35. শ্রীমন্ত শংকরদেবের প্রচারিত ভক্তির মূল কথা কি ছিল ?
36. দীন-ইলাহী কে চালু করেন ?
37. কিসের ভিত্তিতে আকবর দীন-ইলাহি তৈরি করেন ?
38. শংকর দেবের দুজন উল্লেখযোগ্য শিষ্যের নাম কি কি ?
39. আকবরের ছেলের নাম কি ?
40. দীন-ইলাহি আসলে কি ছিল ?
41. মুঘল রাজ সভায় প্রথম কোন ইংরেজ দূত এসেছিলেন ?
42. কাদের কথামতো আকবর রাজ্য চালাতে চাননি ?
43. ঝরখা মানে কি ?
44. স্থাপত্য কাকে বলে ?
45. ইসলামীয় স্থাপত্য শিল্পের মূল বৈশিষ্ট্য কি ছিল ?
46. ইসলামীয় এবং ভারতীয় শিল্প মিলেমিশে কোন শিল্পনীতি তৈরি হয়েছিল ?
47. স্থাপত্য শিল্প কাকে বলে ?
48. অভিজাতদের কেউ মারা গেলে তাদের স্মৃতিতে কি বানানো হতো ?
49. কুয়াত উল ইসলাম মসজিদ দিকে বানিয়ে ছিলেন ?
50. কুয়াত ইসলাম মন্দিরের মিনার টির নাম কি ?
51. কুতুব মিনার বানানোর কাজটি কে শেষ করেন ?
52. আলাই দরওয়াজা কার আমলে তৈরি হয় ?
53. চাহার বাগ কাকে বলা হয় ?
54. কোন সমাধি সৌধকে তাজমহলের উত্তরসূরী বলা হয় ?
55. আকবর কোন কোন স্থানে দুর্গ তৈরি করিয়েছিলেন ?
56. ফতেহ মানে কি ?
57. গুজরাট জয়ের স্মৃতিতে আকবর কি বানিয়ে ছিলেন ?
58. জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি ?
59. পিয়েত্রা দুরা কাকে বলা হয় ?
60. মুঘল স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ উদাহরণ কোনটি ?
61. বিবিকা মকবারা কে নির্মাণ করেন ?
62. আঞ্চলিক শিল্পগুলির মধ্যে বিখ্যাত ছিল কোন স্থাপত্য শিল্প গুলি ?
63. গুজরাটের একটি উল্লেখযোগ্য স্থাপত্য শিল্পের উদাহরণ দাও ।
64. দক্ষিণ ভারতের স্থাপত্যের প্রধান দিক কি ছিল ?
65. চাঁদ বিবির প্রাসাদ কোথায় গড়ে তোলা হয়েছে ?
66. গোল গম্বুদ কে নির্মাণ করিয়েছিলেন ?
67. ভারতবর্ষের সবচেয়ে বড় গম্বুজ টির নাম কি ?
68. বিজয়নগরের রাজধানীর নাম কি ছিল ?
69. বাংলা নির্মাণ পদ্ধতি কাকে বলা হয় ?
70. আলাই দরওয়াজা কি দিয়ে তৈরি ?
71. জোড় বাংলা কাকে বলে ?
72. রত্ন কাকে বলে ?
73. টেরাকোটা কি ?
74. পোড়ামাটির মন্দির কোথায় দেখা যায় ?
75. বাংলার রাজধানী কোথায় ছিল ?
76. আদিনা মসজিদ কে বানিয়ে ছিলেন ?
77. কোন সুলতান যদু নামে পরিচিত ছিলেন ?
78. সুলতান জালাল উদ্দিন মোহাম্মদ শাহেদ সমাধি কি নামে বিখ্যাত ?
79. দাখিল দরওয়াজা কার আমলে তৈরি হয় ?
80. ফিরোজ মিনারের উচ্চতা কত ?
81. গৌড়ের সবচেয়ে বড় মসজিদ কোনটি ?
82. ছবির ব্যবহার দেখা যায় এমন কয়েকটি বইয়ের নাম লেখ। 
83. পারসিক মহাকাব্যের নাম কি ?
84. চিত্রশিল্পীরা প্রধানত কোথাকার বাসিন্দা ছিলেন ?
85. ইরান ও আফগানিস্তানে থাকার সময় হুমায়ুন কাদের কাজ দেখে মুগ্ধ হয়েছিলেন ?
86. ক্যালিগ্রাফি কাকে বলে ?
87. মহাভারতের ফারসি অনুবাদ টির নাম কি ?
88. মিনিয়েচার কাকে বলে ?
89. মিনিয়েচার শব্দটির বাংলা অর্থ কি ?
90. কার আমলের প্রতিকৃতি আকার উন্নতি হয় ?
91. কার আমলে শিল্পীরা প্রথম ছবিতে স্বাক্ষর করতে শুরু করেন ?
92. এমন দুজন মুঘল নারীর নাম লেখ যারা ছবি আঁকতেন ।
93. কোন কোন রংকে সব রং এর উৎস বলে মনে করা হতো? 
94. কি কি রং মেশালে হলুদ রং উৎপন্ন হয় ?
95. আইন ই আকবরী কার লেখা ?
96. তসভীর কাকে বলে ?
97. পারস্যের একজন বিখ্যাত শিল্পীর নাম লেখ ।
98. শিরিন কলম কার ছদ্মনাম ছিল ?
99. দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ কে ছিলেন ?
100. চিত্রশিল্পের বিষয়বস্তু হিসেবে কিসের ব্যবহার খুব বেশি লক্ষ্য করা যায় ?
101. সুফি পীরদের সাধনার অংশ ছিল কোন গান ?
102. গানকে ঈশ্বর সাধনার অংশ করে নিয়েছিলেন এমন দুজন ব্যক্তির নাম লেখ। 
103. কীর্তনের মাধ্যমে বৈষ্ণব ধর্ম প্রচার করেন কে ?
104. সংগীত শিরোমনি রচনাটি কাকে উৎসর্গ করা হয় ?
105. হোসেনি বা জৌনপুরী রাগ কাকে বলে ?
106. মান সিং তোমর কোথাকার রাজা ছিলেন ?
107. বৈজু বাওরা কে ছিলেন ?
108. মুঘল সম্রাটদের মধ্যে সেরা সংগীত প্রেমী ছিলেন কে ?
109. আবুল ফজলের লেখায় কতজন সংগীত শিল্পীর নাম পাওয়া যায় ?
110. আকবরের আমলের সবচেয়ে বিখ্যাত সংগীত শিল্পী কে ছিলেন ?
111. তানসেনের সৃষ্টি দুটি রাগের নাম লেখ। 
112. ভারতবর্ষের ধ্রুপদী নাচ মূলত কয় প্রকার এবং কী কী ?
113. ভারতের নবীনতম নৃত্য শৈলী কোনটি ?
114. কাকে কেন্দ্র করে রাসলীলা গুলি তৈরি করা হয় ?
115. মহারাজা ভাগ্যচন্দ্র কোথাকার রাজা ছিলেন ?
116. মনিপুরে নাচের জন্য কোন পোশাক ব্যবহার করা হতো? 
117. সংকীর্তনে ছেলেরা মূলত কোন বাদ্যযন্ত্র বাজাতো ?
118. ইসলাম ধর্মের জন্ম হয় কোন দেশে ?
119. ঔরঙ্গজেবের আমলে আইন ব্যবস্থার একটি বিশ্বাসযোগ্য দলিলের উদাহরণ দাও ।
120. ফার্সি ভাষা চর্চার অন্যতম প্রধান কেন্দ্র ছিল কোন শহর ?
121. ফার্সি সাহিত্যিক ও দার্শনিকদের মধ্যে সবথেকে বিখ্যাত ছিলেন কে ?
122.  আমির খসরু কবে কোথায় জন্মগ্রহণ করেছিলেন ?
123. আমির খসরু ফারসি সাহিত্যের কোন রচনাশৈলী আবিষ্কার করেন ?
124. ফারসি ভাষার কয়েকজন বিখ্যাত ঐতিহাসিকের নাম লেখ। 
125. তুতিনামা কার লেখা ?
126. রাজতরঙ্গিনী কে লিখেছিলেন ?
127. বাবরের আত্মজীবনীর নাম কি ছিল ?
128. হুমায়ুননামা কে লিখেছিলেন ?
129. মুন্তাখাব উৎ তওয়ারিখ কার লেখা ?
130. তবকাত ই আকবরী কার লেখা ?
131. জাহাঙ্গীরের আমলের একজন বিখ্যাত কবির নাম লেখ 
132. ঔরঙ্গজেবের কন্যার নাম কি ছিল ?
133. শ্রীকৃষ্ণকীর্তন কার লেখা ?
134. পাঁচালী কাকে বলা হয় ?
135. পদাবলী সাহিত্য কাকে বলে ?
136. রামায়ণের অনুবাদক কে ছিলেন ?
137. মহাভারত কে অনুবাদ করেন ?
138. শ্রীকৃষ্ণবিজয় বইটি কার লেখা ?
139. মঙ্গলকাব্য কাকে বলে ?
140. মঙ্গল কথার মানে কি ?
141. কোন কোন দেবদেবীকে ঘিরে মঙ্গলকাব্য রচিত হয়েছিল ?
142. কোন কোন দেবদেবী সমাজের নিচু তলার মানুষের পুজো পেতেন ?
143. শিবায়ন কাকে বলে ?
144. নাথ যোগীদের দেবতা কে ছিলেন ?
145. নাথ সাহিত্য কাকে বলে ?
146. চৈতন্য জীবনী কাব্য কাকে বলে ?
147. পদ্মাবতী কাব্যটি কে লিখেছেন ?
148. কোন কাব্যে আলাউদ্দিন খলজির চিতোর রাজ্য অভিযানের কথা লেখা আছে ?
149. কোন যুগকে ইতিহাসের এক অন্ধকার সময় বলা হয় ?
150. দিল্লিতে একটি মান মন্দির কে নির্মাণ করিয়েছিলেন ?
151. ভারতের সামুদ্রিক এলাকা গুলিতে কিসের ব্যবহার শুরু হয় ?
152. মুঘল সাম্রাজ্যের কোন কোন বিষয়ের হিসাবপত্র সুষ্ঠভাবে রাখা হত ?
153. শতাব্দীতে কোন কোন শহরে মানমন্দির তৈরি হয়েছিল? 
154. বারুদ ব্যবহারকারী আগ্নেয়াস্ত্র কিভাবে ভারতে এসে পৌঁছেছিল ?
155. রেকাব কি ?
156. ভারতীয়রা কিসের উপর লিখতো ?
157. প্রথম কোথায় কাগজ আবিষ্কৃত হয় ?
158. ময়রা মিষ্টি দেবার জন্য কি ব্যবহার করত ?
159. ভারতে প্রথম ছাপাখানার প্রতিষ্ঠা করেন কারা ?
160. চরখি কি ?
161. ভারতে প্রথম চরখির উল্লেখ পাওয়া যায় কোন বইতে 
162. রেশম তৈরির প্রযুক্তি ভারতে এসেছিল কোথা থেকে 
163. ভারতের দুটি পোকা চাষের প্রধান কেন্দ্র কোথায় কোথায় ছিল 
164. পারসিক চক্রের কাজ কি ছিল  
165. বার্ষিক চক্র ভারতীয় কৃষক সমাজে ততটা জনপ্রিয় হয়নি কেন 
166. সুলতানি আমলে বানানো বাড়ি গুলির বৈশিষ্ট্য কি কি ছিল 

 

Post a Comment

Previous Post Next Post