ভূগোল ইতিহাস English
ভারতের কৃষিকাজ
1. ভারতের কত শতাংশ মানুষ কোন না কোনভাবে কৃষি কাজের সঙ্গে যুক্ত?
Ans- 65 %
2. ভারতের কৃষিকাজ কিসের ওপর নির্ভরশীল?
Ans- মৌসুমী বৃষ্টিপাতের উপর
3. দুটি খাদ্য ফসলের নাম লেখ।
4. দুটি সবজি ফসলের নাম লেখ।
5. দুটি তন্তু ফসলের নাম লেখ।
6. দুটি পানীয় ফসলের নাম লেখ।
7. ঝুম চাষ কাকে বলে?
8. সবুজ বিপ্লব কাকে বলে?
9. ভারতের কোন কোন রাজ্যে গম উৎপাদন হয়?
10. ধান চাষের জন্য কেমন মাটির প্রয়োজন?
11. তুলো চাষের জন্য কেমন মাটি প্রয়োজন ?
12. ভারতের কোন কোন রাজ্যে কফি চাষ হয় ?
13. ভারতের কোন কোন রাজ্যে চা চাষ হয় ?
ভারতের জনজাতি
1. আদিবাসী কাদের বলে ?
2. ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী কোনটি ?
3. সাঁওতালরা কোন কোন রাজ্যে বাস করে ?
4. জারোয়াদের কোথায় দেখা যায় ?
5. ভারতের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠি কোনটি ?
ভারতের জাতীয় দিবস
1. ভারতে কোন কোন ধর্মের মানুষ বসবাস করেন ?
2. ভারতের একটি জাতীয় দিবসের নাম লেখ ।
3. সাধারণতন্ত্র দিবস কবে পালিত হয় ?
4. স্বাধীনতা দিবস কবে পালিত হয় ?
5. গান্ধী জয়ন্তী কবে পালিত হয় ?
6. হিন্দুদের একটি ধর্মীয় উৎসবের নাম লেখ ।
7. মুসলিমদের একটি ধর্মীয় উৎসবের নাম লেখ ।
8. খ্রিস্টানদের একটি ধর্মীয় উৎসবের নাম লেখ ।
9. জৈনদের একটি ধর্মীয় উৎসব এর নাম লেখ ।
10. বৌদ্ধদের একটি ধর্মীয় উৎসবের নাম লেখ ।
11. শিখদের একটি ধর্মীয় উৎসবের নাম লেখ ।
12. আমাদের প্রথম এবং প্রধান পরিচয় কি ?
ভারতের মানচিত্র
1. কিসের মাধ্যমে সমগ্র পৃথিবীর সঠিক উপস্থাপন করা সম্ভব ?
2. প্রাকৃতিক মানচিত্র কাকে বলে ?
3. রাজনৈতিক মানচিত্রে কি কি দেখানো হয় ?
4. আবহাওয়া মানচিত্র এবং জনসংখ্যা মানচিত্র কি ধরনের মানচিত্র ?
5. পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি কোন দেশে আবিষ্কৃত হয়েছে ?
6. পৃথিবীর প্রথম মানচিত্র টি কিসের ওপর আঁকা হয়েছিল ?
7. প্রথম মানচিত্র বই কে কবে প্রকাশ করেন ?
8. মানচিত্র বইটির কি নামকরণ করা হয় এবং কেন ?
9. ম্যাপ শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে ?
10. ম্যাপ শব্দটির অর্থ কি ?
11. মানচিত্র অংকন বিদ্যাকে কি বলে ?
12. মানচিত্রের স্কেল কাকে বলে ?
13. ছোট স্কেল মানচিত্র কাকে বলে ? উদাহরণ দাও।
14. বড় স্কেল মানচিত্র কাকে ? বলে উদাহরণ দাও ।
15. মানচিত্রের উপরের দিক কোন দিক হিসাবে ধরে নেওয়া হয় ?
16. কোন যন্ত্রের সাহায্যে দিক নির্ণয় করা হয় ?
17. রাতের বেলা কোন নক্ষত্র দেখে দিক নির্ণয় করা যায় ?
18. কোন স্থানের সঠিক অবস্থান নির্ণয়ের জন্য কোন দুটি বিষয় অপরিহার্য ?
19. প্রচলিত বা প্রথাগত প্রতীক চিহ্ন কাকে বলা হয় ?
20. জল বোঝাতে কোন রং ব্যবহার করা হয় ?
21. সমভূমি বা বনভূমির জন্য কোন রং ব্যবহার করা হয় ?
22. পাহাড় ও পর্বতের জন্য কোন রং ব্যবহার করা হয় ?
23. কৃষি জমির জন্য কোন রং ব্যবহার করা হয় ?
24. মানচিত্রের পাশে নির্দেশিকায় কি কি লেখা থাকে ?
বায়ু দূষণ
1. কোন কোন গ্যাসের কারণে বাতাস দূষিত হয়
2. বায়ু দূষণের চারটি কারণ লেখ।
3. বায়ু দূষণের ফলাফল লেখ।
4. বায়ু দূষক কাকে বলে ?
5. আমাদের দেশের কোন পাঁচটি শহর অতিমাত্রায় দূষিত ?
6. যানবাহন চলার ফলে বাতাসে কি কি মিশছে?
7. ২০১১ সালে কোথায় পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল ?
8. বায়ু দূষণ থেকে কি কি রোগ সৃষ্টি হতে পারে ?
9. বায়ু দূষণের যেকোনো চারটি প্রতিকার লেখ।
10. কোন গ্যাসের প্রভাবে ওজোন স্তর ক্ষয় পাচ্ছে ?
11. শব্দের চেয়ে দ্রুতগামী বিমানকে কি বলে ?
12. ওজোন স্তর ক্ষয় পাওয়ার ফলে কি কি ক্ষতি হচ্ছে ?
13. কিভাবে অ্যসিড বৃষ্টি হচ্ছে ?
14. এসিড বৃষ্টির ফলে কি কি ক্ষতি হচ্ছে ?
15. বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে ?
16. কয়েকটি গ্রীন হাউস গ্যাসের নাম লেখ।
17. শীতের দেশে কাচের ঘরে কিভাবে চাষ করা হয় ?
18. গণপরিবহন বলতে কি বোঝ ?
19. দূষণহীন কয়েকটি যানবাহনের নাম লেখ ।
20. বেশি পুরনো গাড়ি ব্যবহার করা উচিত নয় কেন ?
21. বায়ু দূষণ কমানোর জন্য কি কি করা যেতে পারে ?
22. দুটি অপ্রচলিত শক্তির উদাহরণ দাও ।
23. আর্থ আওয়ার কবে কোথায় পালিত হয় ?
24. আর্থ ডে কবে কেন পালিত হয় ?