ভূগোল MCQ
১. গতিবেগ দ্বিগুণ হলে নদীর বহন ক্ষমতা বৃদ্ধি পায় - ক) ২০ গুন খ) ২৪ গুন গ) ৫০ গুন গ) ৬৪ গুন ।
উত্তর - ঘ) ৬৪ গুন
২. লবণ যুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল - ক) অবঘর্ষ ক্ষয় খ) ঘর্ষণ ক্ষয় গ) জল প্রবাহ ক্ষয় ঘ) দ্রবন ক্ষয়।
উত্তর - ঘ) দ্রবণ ক্ষয়
৩. কোনটি জিওস্ট্রপিট বায়ুর উদাহরণ - ক) পশ্চিমা বায়ু খ) ঘূর্ণবায়ু গ) মৌসুমী বায়ু ঘ) জেট বায়ু।
উত্তর - ঘ) জেট বায়ু
৪. যেটি অধক্ষেপণের রূপ নয় সেটি হল - ক) কুয়াশা খ) শিলাবৃষ্টি গ) তুষারপাত ঘ) বৃষ্টিপাত ।
উত্তর - ক) কুয়াশা
৫. বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম থাকে - ক) নিরক্ষীয় জলবায়ু খ) মৌসুমী জলবায়ু অঞ্চলে গ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে ঘ) স্তেপ জলবায়ু অঞ্চলে ।
উত্তর - ক) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে
৬. সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে - ক) বায়ু প্রবাহ খ) পৃথিবীর পরিক্রমণ গ) মগ্ন চড়া ঘ) সবকটিই প্রযোজ্য ।
উত্তর - ঘ) সবকটিই প্রযোজ্য
৭. ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হল - ক) মিথেন খ) নাইট্রোজেন গ) এমোনিয়া ঘ) কোনোটিই নয় ।
উত্তর - ক) মিথেন
৮. শিবালিক পর্বতের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্রশিলা খন্ড সঞ্চিত হয়েছে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে - ক) খাদার খ) ভাঙার গ) ভাবর ঘ) বেট ।
উত্তর - গ) ভাবর
৯. ভারতের সর্বাধিক জল সেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হল - ক) কূপ ও নলকূপ খ) জলাশয় গ) খাল ঘ) ফোয়ারা ।
উত্তর - ক) কূপ ও নলকূপ
১০. ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো - ক) জলসেচ খ) ঝুম চাষ গ) পশুচারণ ঘ) ফালি চাষ।
উত্তর - ঘ) ফালি চাষ
১১. উত্তর-পশ্চিম ভারতের গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হল - ক) কালবৈশাখী খ) আধি গ) পশ্চিমী ঝঞ্জা ঘ) লু ।
উত্তর - খ) আঁধি
১২. সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় - ক) ইক্ষু চাষে খ) চা চাষে খ) পাট চাষে ঘ) কফি চাষে।
উত্তর - ক) ইক্ষু চাষে
১৩. ভারতে একটি শুল্কমুক্ত বন্দর হল - ক) পারাদ্বীপ বন্দর খ) কান্ডালা বন্দর গ) কোচি বন্দর ঘ) মারমাগাঁও বন্দর ।
উত্তর খ) কান্ডালা বন্দর
১৪. টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হল - ক) বাদামি খ)কালো গ) লাল ঘ) নীল।
উত্তর - ক) বাদামি
১৫. নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা বাড়ে কত গুণ - ক) ৪ গুণ খ) ৮ গুণ গ)
১৬ গুণ ঘ) ৬৪ গুণ
উত্তর - ঘ) ৬৪ গুণ
১৬. ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয় - ক) জলপ্রপাত খ) গিরিখাত গ) হিম শৈল ঘ) মিয়েন্ডার
উত্তর - ক) জলপ্রপাত
১৭. একটি গ্রীন হাউজ গ্যাস হল - NO2 CO2 H2 O2
উত্তর - CO2
১৮. অক্ষরেখার মান বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য রশ্মির পতন কোণের মান - ক্রমশ বারে ক্রমশমে সবখানে একই থাকে কোনদিন নয় ।
উত্তর - ক্রমশ কমে
১৯. সুস্পষ্ট হিমপ্রাচীর দেখা যায় - ক) ভারত মহাসাগরে খ) আটলান্টিক মহাসাগরে গ) প্রশান্ত মহাসাগরে ঘ) সুমেরু মহাসাগরে।
উত্তর - আটলান্টিক মহাসাগরে
২০. কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয় - ক) জৈব সার খ) রাসায়নিক সার গ) উচ্চ ফলনশীল বীজ ঘ) শিল্প জাত পদার্থ।
উত্তর - ক) জৈব সার।
২১. ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হল - ক) সিকিম খ) মিজোরাম গ) ত্রিপুরা ঘ) গোয়া ।
উত্তর - ঘ) গোয়া
২২. বিস্তীর্ণ প্লাবন সমভূমি দেখা যায় - ক) নর্মদা খ) তাপ্তি গ) ব্রহ্মপুত্র ঘ) গঙ্গা নদীর অববাহিকায়।
উত্তর - ঘ) গঙ্গা
২৩. গাঙ্গেয় সমভূমি অঞ্চলের নদী অববাহিকার পূর্ববর্তী প্রাচীন কলিযুক্ত অঞ্চল কে বলে - ক) ভাঙ্গার খ)খাদার গ) বেট ঘ) তরাই।
উত্তর - ক) ভাঙ্গার
২৪. কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় - ক) গাঙ্গেয় সমভূমিতে খ) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে গ) দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে ঘ) সুন্দরবনে ।
উত্তর - গ) দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে
২৫. ভারতের কফি গবেষণা কেন্দ্র অবস্থিত - ক) চিকমাগালুর খ) পুষা গ) দেরাদুন ঘ) নাগপুর।
উত্তর - ক) চিকমাগালুর
২৬. ভারতের প্রযুক্তির রাজধানী বলা হয় - ক) চেন্নাই খ) বেঙ্গালুরু গ) মুম্বাই ঘ) কলকাতাকে।
উত্তর - খ) বেঙ্গালুরু
২৭. যে সংস্থা ভারতে ভূবৈচিত্র সূচক মানচিত্র তৈরি করে তা হল - ক) NASA খ) SOI গ) NATMO ঘ) ISRO
উত্তর - খ) SOI
২৮. গাঙ্গেয় বদ্বীপ যে প্রক্রিয়ার ফল তা হল - ক) অবরোহন খ) আরোহন গ) পর্যায়ন ঘ) আবহবিকার
উত্তর - খ) আরোহন
২৯. পলল ব্যজনী সৃষ্টি হয় নদীর - ক) উচ্চগতিতে খ) মোহনাতে গ) নিম্ন গতিতে ঘ) মধ্যগতিতে
উত্তর - ঘ) মধ্য গতিতে
৩০. বায়ুমণ্ডল যে পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয় তা হল - ক) বিকিরণ খ) পরিবহন গ) পরিচলন ঘ) তাপ শোষণ
উত্তর - গ) পরিচলন
৩১. সীমান্ত বৃষ্টি বলা হয় - ক) ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টিকে খ) পরিচলন বৃষ্টিকে গ) শৈলোৎক্ষেপ বৃষ্টিকে ঘ) নাতিশীতোষ্ণ বৃষ্টিকে
উত্তর - ঘ) নাতিশীতোষ্ণ ঘুর্ণ বৃষ্টিকে
৩২. একটি সাময়িক বায়ুর উদাহরণ হল - ক) আয়ন বায়ু খ) কালবৈশাখী গ) মৌসুমী বায়ু ঘ) লু
উত্তর - গ) মৌসুমী বায়ু
৩৩. উষ্ণ ও শীতল স্রোতের মাঝের বিভাজন রেখা কে বলা হয় - ক) হিমপ্রাচীর খ) হিমরেখা গ) হিমশৈল ঘ) মগ্নচড়া
উত্তর - ক) হিমপ্রাচীর
৩৪. কম্পিউটার, টিভি প্রভৃতি ইলেকট্রনিক্স বস্তুজাত ও বর্জ্যকে বলা হয় - ক) hazardous wastes খ) toxic waste গ) e.waste ঘ) radioactive waste
উত্তর - ঘ) e.waste
৩৫. ১৯৫৬ সালে রাজ্য পুনর্গঠন এর প্রধান ভিত্তি ছিল - ক) বর্ণ খ) সংস্কৃতি গ) খাদ্যাভাস ঘ) ভাষা
উত্তর - ঘ) ভাষা
৩৬. আম্র বৃষ্টি দেখা যায় - ক) পূর্ব ভারতে খ) পশ্চিম ভারতে গ) উত্তর ভারতে ঘ) দক্ষিণ ভারতে
উত্তর - ঘ) দক্ষিণ ভারতে
৩৭. শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলা খন্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে -ক) ভাঙ্গার খ) ভাবর গ) খাদার ঘ) বেট
উত্তর - খ) ভাবর
৩৮. ভারতের দীর্ঘতম সেচ খালের নাম কি - ক) সিরহান্দ খাল খ) যমুনা খাল গ) ইন্দিরা গান্ধী খাল ঘ) দোয়াব খাল
উত্তর - গ) ইন্দিরা গান্ধী খাল
৩৯. ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় - ক) দিল্লিতে খ) মুম্বাইতে গ) বেঙ্গালুরুতে ঘ) কলকাতাতে
উত্তর - ঘ) কলকাতাতে
৪০. পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হল - ক) প্লাস্টিক খ) খনিজ তেল গ) লৌহ আকরিক ঘ) ন্যাপথা
উত্তর - ঘ) ন্যাপথা
৪১. সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত - ক) কলকাতায় খ) দেরাদুনে গ) দিল্লিতে ঘ) হায়দ্রাবাদে
উত্তর- দেরাদুন
৪২. যে প্রক্রিয়ায় ভূ-পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, তাকে বলে— (ক) আরোহণ (খ) অবরোহণ (গ) আবহবিকার (ঘ) নগ্নীভবন
উত্তর - আরোহন
৪৩ সুন্দরবনের একটি নিমজ্জিত দ্বীপ হল— (ক) নয়াচার (খ) সন্দেশখালি (গ) ঘোড়ামারা (ঘ) সাগরদ্বীপ
উত্তর - ঘোড়ামারা
৪৪. অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি হয়— (ক) বালির ওপর (খ) তুষারক্ষেত্রে (গ) বনভূমিতে (ঘ) জলাভাগের ওপর
উত্তর - তুষার ক্ষেত্রে
৪৫. রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ বায়ু হল— (ক) চিনুক (খ) বোরা (গ) মিস্ট্রাল (ঘ) মিয়ার্ড
উত্তর - চিনুক
৪৬. পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে— (ক) সিজিগি (খ) পেরিজি (গ) অ্যাপোজি (ঘ) অপসূর
উত্তর - অ্যাপোজি
৪৭. ঋতু পরিবর্তনের ফলে যে সমুদ্রস্রোত তার প্রবাহের দিক পরিবর্তন করে, তা হল— (ক) ক্যানারি স্রোত (খ) মৌসুমী স্রোত (গ) কুরোশিও স্রোত (ঘ) বেঙ্গুয়েলা স্রোত
উত্তর - মৌসুনি স্রোত
৪৮. তেজস্ক্রিয় বর্জ্যের উৎস হল— (ক) সিসা (খ) পারদ (গ) ইউরেনিয়াম (ঘ) প্লাস্টিক
উত্তর - ইউরেনিয়াম
৪৯. আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য হল— (ক) মধ্যপ্রদেশ (খ) তামিলনাড়ু (গ) রাজস্থান (ঘ) উত্তরপ্রদেশ
উত্তর - রাজস্থান
৫০. শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে, তাকে বলে— (ক) খাদার (খ) ভাবর (গ) ভাঙার (ঘ) বেট
উত্তর - ভাবর
৫১. আম্র বৃষ্টি সংঘটিত হয় — (ক) শীতকালে (খ) গ্রীষ্মকালে (গ) শরৎকালে (ঘ) বর্ষাকালে
উত্তর - গ্রীষ্মকালে
৫২. ‘তৃষ্ণার্ত ফসল’ বলা হয় যে ফসলকে তা হল— (ক) গম (খ) মিলেট (গ) তুলা (ঘ) ধান
উত্তর - ধান
৫৩.শিকড় আলগা শিল্প' নামে পরিচিত- (ক) লৌহ ইস্পাত শিল্প, (খ) কার্পাস বয়নশিল্প (গ) ইঞ্জিনিয়ারিং শিল্প (ঘ) পেট্রোকেমিকাল শিল্প।
উত্তর - কার্পাস বয়ন শিল্প
৫৪.২০১১ সালের আদমসুমারী অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব রাজ্যটি হল- (ক) কেরল (খ) বিহার (গ) পশ্চিমবঙ্গ (ঘ) অরুণাচল প্রদেশ।
উত্তর - অরুনাচল প্রদেশ
৫৫. ১:১,০০,০০০ ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের মিলিয়ন শিটে অক্ষাংশগত-দ্রাঘিমাগত বিস্তার থাকে- (ক) 4°×4°(খ) 1°×1°(গ) 30°×30°(ঘ) 15°× 15°
উত্তর - 4°×4°
৫৬. যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূ-পৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে– (ক) বহির্জাত প্রক্রিয়া (খ) অন্তর্জাত প্রক্রিয়া (গ) গিরিজনি আলোড়ন (ঘ) মহিভাবক আলোড়ন।
উত্তর - বহির্জাত প্রক্রিয়া
৫৭. পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে– (ক) নুনাটাক (খ) ক্রেভাস (গ) বার্গশ্রুন্ড (ঘ) সার্ক।
উত্তর - ক্রেভাস
৫৮. মৌক্তিক বা শুক্তি মেঘ বায়ুমণ্ডলের যে স্তরে দেখা যায়– (ক) থার্মোস্ফিয়ার (খ) মেসোস্ফিয়ার (গ) ট্রপোস্ফিয়ার (ঘ) স্ট্র্যাটোস্ফিয়ার।
উত্তর - স্ট্র্যাটোস্ফিয়ার
৫৯. রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু হল– (ক) চিনুক (খ) বোরা (গ) মিজ়ার্ড (ঘ) মিস্ট্রাল।
উত্তর - চিনুক
৬০. জলীয় বাষ্পের জল কণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হল– (ক) বাষ্পীভবন (খ) ঘনীভবন (গ) শিশিরাঙ্ক (ঘ) স্ফুটনাঙ্ক।
উত্তর - ঘনীভবন
৬১. উষ্ণ ও শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে– (ক) হিমশৈল (খ) হিমপ্রাচীর (গ) হিমানী সম্প্রপাত (ঘ) হিমজ্বালা।
উত্তর - হিম প্রাচীর
৬২. জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হল– (ক) কম্পোস্টিং খ) গ্ল্যাসবার (গ) ভরাটকরণ (ঘ) কম্পাঊন্ডিং।
উত্তর - কম্পোস্টিং
৬৩. নিম্নলিখিত কোন্ রাজ্য ভেঙে তেলঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়– (ক) বিহার (খ) উত্তরপ্রদেশ (গ) অন্ধ্রপ্রদেশ ঘ) মধ্যপ্রদেশ।
উত্তর - অন্ধ্রপ্রদেশ
৬৪. কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে– (ক) তেলঙ্গানা (খ) উত্তরাখণ্ড (গ) ঝাড়খন্ড (ঘ) জম্মু ও কাশ্মীর ভেঙে।
উত্তর - জম্মু ও কাশ্মীর ভেঙে
৬৫. ভারতের যে নদীর মোহনায় কোনো ব-দ্বীপ নেই—
(ক) নর্মদা (খ) কৃষ্ণা (গ) গোদাবরী (ঘ) কাবেরী
উত্তর - নর্মদা
৬৬. ‘মৌসুমী বিস্ফোরণ’ প্রথমে দেখা যায়—(ক) মেঘালয়
(খ) কর্ণাটক(গ) কেরালা (ঘ) পশ্চিমবঙ্গ
উত্তর - কেরালা
৬৭. ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল—
(ক) ঝুমচাষ (খ) জলসেচ (গ) ফালি চাষ (ঘ) পশুচারণ
উত্তর - ফালি চাষ
৬৮. বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প হল—(ক) লৌহ ইস্পাত শিল্প(খ) বস্ত্রবয়ন শিল্প (গ) মোটর গাড়ি নির্মাণ শিল্প
(ঘ) তথ্য প্রযুক্তি শিল্প
উত্তর - বস্ত্র বয়ন শিল্প
৬৯. ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল—
(ক) IRS (খ) LANDSAT (গ) SPOT (ঘ) NATMO
উত্তর - IRS
৭০. যে প্রক্রিয়ার মাধ্যমে নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে – (ক) আরোহণ প্রক্রিয়া (খ) নদীভঙ্গ প্রক্রিয়া (গ) পর্যায়ন (ঘ) অবরোহণ প্রক্রিয়া।
উত্তর -আরোহন প্রক্রিয়া
৭১. মরু অঞ্চলে বা শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলে – (ক) মন্থকূপ (খ) 'V' আকৃতির উপত্যকা (গ) ক্যানিয়ন (ঘ) ওয়াদি।
উত্তর - ক্যানিয়ন
৭২. পাখির পায়ের মতো আকৃতির ব-দ্বীপ গঠিত হয়েছে – (ক) সিন্ধুনদের মোহনায় (খ) নীলনদের মোহনায় (গ) মিসিসিপি মিসৌরির মোহনায় (ঘ) হোয়াংহোর মোহনায়।
উত্তর - মিসিসিপি মিসৌরি
৭৩. যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় – (ক) থার্মোমিটার (খ) হাইগ্রোমিটার (গ) ব্যারোমিটার (ঘ) অ্যানিমোমিটার।
উত্তর - হাইগ্রোমিটার
৭৪. ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাতকে বলা হয় – (ক) হ্যারিকেন (খ) সাইক্লোন (গ) টাইফুন (ঘ) কালবৈশাখী।
উত্তর - হ্যারিকেন
৭৫. সমুদ্রে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলে – (ক) হিমশৈল (খ) মন্থকূপ (গ) হিমপ্রাচীর (ঘ) শৈবাল সাগর।
উত্তর - হিমশৈল
৭৬. একটি ই-বর্জের উদাহরণ হল – (ক) ওষুধের শিশি (খ) ভাঙা মোবাইল (গ) ফলের খোসা (ঘ) কাগজ।
উত্তর - ভাঙ্গা মোবাইল
৭৭. ভারতের নবীনতম রাজ্যটি হল – (ক) তেলেঙ্গানা (খ) গোয়া (গ) ঝাড়খণ্ড (ঘ) ছত্তিশগড়।
উত্তর - তেলেঙ্গানা
৭৮. আম্রবৃষ্টি দেখা যায় – (ক) উত্তর ভারতে (খ) দক্ষিণ ভারতে (গ) পশ্চিম ভারতে (ঘ) মধ্য ভারতে।
উত্তর - দক্ষিণ ভারতে
৭৯. ভারতের বৃহত্তম মহানগরটি হল – (ক) মুম্বাই (খ) নতুন দিল্লি (গ) কলকাতা (ঘ) চেন্নাই।
উত্তর - মুম্বাই
৮০. ভারতের 'সিলিকন ভ্যালি' বলা হয় – (ক) বেঙ্গালুরু (খ) চেন্নাই (গ) কলকাতা (ঘ) দিল্লি।
উত্তর - বেঙ্গালুরু
৮১. ভারতের শুল্কমুক্ত বন্দর – (ক) কান্দালা (খ) মুম্বাই (গ) কলকাতা (ঘ) চেন্নাই।
উত্তর - কান্দালা
৮২. ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল – (ক) ভাকরা নাঙ্গাল (খ) দামোদর (গ) রিহান্দ (ঘ) হীরাকুন্দ।
উত্তর - ভাকরা নাঙ্গাল
৮৩. ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে সমোন্নতি রেখার রং থাকে – (ক) বাদামী (খ) সবুজ (গ) নীল (ঘ) লাল।
উত্তর - বাদামী
৮৪. নদী ক্ষয়ের শেষ সীমা হল – (ক) ভূমজলস্তর (খ) সমুদ্রতল (গ) নদীর জলতল (ঘ) মৃত্তিকার উপরিস্তর।
উত্তর - সমুদ্রতল
৮৫. শিলাময় মরুভূমিগুলি সাহারায় পরিচিত – (ক) আর্গ নামে (খ) কুম নামে (গ) সেরীর নামে (ঘ) হামাদা নামে।
উত্তর - হামাদা নামে
৮৬. মিশরের উষ্ণ শুষ্ক বায়ু হল – (ক) সিরোক্কো (খ) খামসিন (গ) সিবিল (ঘ) লেভেচে।
উত্তর - খামসিন
৮৭. বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রটি হল – (ক) অল্টোমিটার (খ) হাইগ্রোমিটার (গ) থার্মোমিটার (ঘ) ব্যারোমিটার।
উত্তর - হাইগ্রোমিটার
৮৮. একটি ঋতুভিত্তিক সমুদ্রস্রোত হল– (ক) মৌসুমী স্রোত (খ) আগুলহাস স্রোত (গ) সুসামি স্রোত (ঘ) বেরিং স্রোত।
উত্তর - মৌসুমী স্রোত
৮৯. সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে বলে – (ক) পেরিজ (খ) অ্যাপোজি (গ) অপসুর (ঘ) সিজিগি।
উত্তর - সিজিগি
৯০. পারদ দূষণে সৃষ্ট রোগ হল – (ক) ব্ল্যাকফুট (খ) ফ্লুরোসিস (গ) ইটাই-ইটাই (ঘ) মিনামাটা ।
উত্তর - মিনামাটা
৯১. ভারত-পাকিস্তান সীমারেখা হল – (ক) ডুরান্ড লাইন (খ) রাডক্লিফ লাইন (গ) ম্যাকমোহন লাইন (ঘ) লাইন অব কন্ট্রোল।
উত্তর - রাডক্লিফ লাইন
৯২. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ – (ক) অমরকন্টক (খ) দোদাবেতা (গ) আনাইমুদি (ঘ) আরমাকোন্ডা।
উত্তর - আনাইমুদি
৯৩. এশিয়ার বৃহত্তম লেগুন – (ক) ভেম্বনাদ (খ) পুলিকট (গ) লোকটাক (ঘ) চিল্কা ।
উত্তর - চিল্কা
৯৪. ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় – (ক) শীতকালে (খ) বর্ষাকালে (গ) গ্রীষ্মকালে (ঘ) শরৎকালে।
উত্তর - শীতকালে
৯৫. ভারতের সর্বাধিক স্থান জুড়ে রয়েছে – (ক) রেগুর মাটি (খ) পলি মাটি (গ) ল্যাটেরাইট মাটি (ঘ) লোহিত মাটি।
উত্তর - পলি মাটি
৯৬. ভারতের শেফিল্ড নামে পরিচিত শহর হল – (ক) হাওড়া (খ) মুম্বাই (গ) চেন্নাই (ঘ) কলকাতা ।
উত্তর - হাওড়া
৯৭. Survey of India-র সদর দপ্তর অবস্থিত – (ক) কলকাতায় (খ) দিল্লীতে (গ) দেরাদুনে (ঘ) চেন্নাইতে।
উত্তর - দেরাদুনে
৯৮. উচ্চ ভূ-ভাগে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ হল – (ক) প্লাবনভূমি (খ) স্বাভাবিক বাঁধ (গ) পললশঙ্কু (ঘ) নদী চর।
উত্তর: (গ) পললশঙ্কু ।
৯৯. কোনটি জৈব বর্জ্য – (ক) প্লাস্টিক (খ) কাঁচ (গ) ধানের খড় (ঘ) কম্পিউটার।
উত্তর: (গ) ধানের খড়।
১০০. ঋতু পরিবর্তনের ফলে যে সমুদ্রস্রোত তার প্রবাহের দিক পরিবর্তন করে তা হল – (ক) ক্যানারি স্রোত (খ) মৌসুমী স্রোত (গ) কুরোশিও স্রোত (ঘ) বেঙ্গুয়েলা স্রোত।
উত্তর: (খ) মৌসুমী স্রোত।
১০১. যে যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় – (ক) থার্মোমিটার (খ) হাইগ্রোমিটার (গ) ব্যারোমিটার (ঘ) অ্যানিমিটার।
উত্তর: (ঘ) অ্যানিমোমিটার।
১০২. মরু ও উপমরু অঞ্চলের লবণাক্ত হ্রদকে বলে – (ক) প্লায়া (খ) বাজাদা (গ) কালডেরা (ঘ) দুন।
উত্তর: (ক) প্লায়া।
১০৩. আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোত হল – (ক) সোমালি স্রোত (খ) হামবোল্ট স্রোত (গ) বেঙ্গুয়েলা স্রোত (ঘ) কুরোশিও স্রোত।
উত্তর: (গ) বেঙ্গুয়েলা স্রোত।
১০৪. ভারত ও চীনের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমারেখাকে বলে – (ক) ম্যাকমোহন লাইন (খ) রাডক্লিফ লাইন (গ) আন্তর্জাতিক লাইন (ঘ) মাউন্টব্যাটেন লাইন।
উত্তর: (ক) ম্যাকমোহন লাইন।
১০৫. ভারতের জীবনরেখা বলা হয় – (ক) সড়কপথ (খ) পাতালরেল (গ) রেলপথ (ঘ) জলপথকে।
উত্তর: (গ) রেলপথ।
১০৬. ভারতের বৃহত্তম হিমবাহ হল – (ক) বলটোরাে (খ) রিয়াফেল (গ) হিসপার (ঘ) সিয়াচেন।
উত্তর: (ঘ) সিয়াচেন।
১০৭. প্রতিপাদ অবস্থান যে তিথিতে সৃষ্টি হয় – (ক) অমাবস্যা (খ) অষ্টমী (গ) দ্বাদশী (ঘ) পূর্ণিমা।
উত্তর: (ঘ) পূর্ণিমা।
১০৮. ভারতের ‘city of Spices’ বা মশলার শহর বলা হয় – (ক) ঔরঙ্গাবাদ (খ) জয়পুর (গ) সেকেন্দ্রাবাদ (ঘ) কোঝিকোড়।
উত্তর: (ঘ) কোঝিকোড় (কেরল)।
১০৯. ভারতের একমাত্র করমুক্ত বন্দর হল – (ক) কান্দালা (খ) মুম্বাই (গ) চেন্নাই (ঘ) হলদিয়া।
উত্তর: (ক) কান্দালা।
১১০. ভারতের মূল ভূ-ভাগের দক্ষিণতম স্থলবিন্দু হল – (ক) কন্যাকুমারিকা অন্তরীপ (খ) রামেশ্বরম (গ) গুহারমতি (ঘ) ইন্দিরা পয়েন্ট।
উত্তর: (ক) কন্যাকুমারিকা অন্তরীপ।
১১১. ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে ইঞ্চি শীটের বিস্তার – (ক) ৪°× ৪° (খ) ১°× ১° (গ) ৩০°×৩০°(ঘ) ১৫°×১৫°।
উত্তর: (খ) ১°× ১°
১১২. নিম্ন ভূমির উচ্চতা বৃদ্ধি পায় - (ক) আরোহণ প্রক্রিয়া (খ) অবরোহণ প্রক্রিয়া (গ) অবঘর্ষ প্রক্রিয়া (ঘ) নদীভাঙন প্রক্রিয়া।
উত্তর - আরোহন প্রক্রিয়া
১১৩. নদী খাতের ওপর চ্যুতি রেখা বরাবর সৃষ্টি হয় - (ক) মগ্নচড়া (খ) প্লাবনভূমি (গ) জলপ্রপাত (ঘ) পলল শঙ্কু।
উত্তর - জলপ্রপাত
১১৪. পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ - (ক) 32\% (খ) 33\% (গ) 34\% (ঘ) 38\%।
উত্তর - 34 %
১১৫. ঋতু পরিবর্তন দেখা যায় না - (ক) মৌসুমী জলবায়ু (খ) নিরক্ষীয় জলবায়ু (গ) উষ্ণমরু জলবায়ু (ঘ) চীন দেশীয় জলবায়ুতে।
উত্তর - নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে
১১৬. অস্ট্রেলিয়ার উপকূলে সৃষ্ট ঘূর্ণবাতকে বলে - (ক) সাইক্লোন (খ) উইলি-উইলি (গ) হ্যারিকেন (ঘ) টর্নেডো।
উত্তর - উইলি উইলি
১১৭. কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে হয় - (ক) মরা কোটাল (খ) ভরা কোটাল (গ) সিজিগি (ঘ) বান ডাকা।
উত্তর - মরা কোটাল
১১৮. একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হল - (ক) সবজির খোসা (খ) খাবারের প্যাকেট (গ) সাবান জল (ঘ) ইনজেকশন সিরিঞ্জ।
উত্তর - ইনজেকশন সিরিঞ্জ।
১১৯. ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম - (ক) সিকিম (খ) ত্রিপুরা (গ) গোয়া (ঘ) মিজোরাম।
উত্তর - গোয়া
১২০. শিবালিক হিমালয়ের পাদদেশের সমভূমিতে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সমন্বিত সমভূমির নাম - (ক) বেট (খ) খাদার (গ) ভাবর (ঘ) ভাঙ্গর।
উত্তর - ভাবর
১২১. ভারতে সর্বাধিক জলসেচ করা হয় কোন পদ্ধতিতে - (ক) কূপ ও নলকূপ (খ) জলাশয় (গ) খাল (ঘ) ফোয়ারা।
উত্তর - কূপ ও নলকূপ
১২২. ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার যে রাজ্যে সবচেয়ে বেশি - (ক) হরিয়ানা (খ) বিহার (গ) পশ্চিমবঙ্গ (ঘ) গোয়া।
উত্তর - বিহার
১২৩. চন্দন গাছ জন্মায় - (ক) চিরহরিৎ (খ) সরলবর্গীয় (গ) পর্ণমোচী (ঘ) ম্যানগ্রোভ অরণ্যে।
উত্তর - পর্ণমোচী
১২৪. ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে - (ক) সালেম (খ) জামশেদপুরে (গ) দুর্গাপুরে (ঘ) ভিলাইয়ে ।
উত্তর - ভিলাই
১২৫. ভারতের একটি ভূ-সমলয় উপগ্রহ হল - (ক)IRS (খ)INSAT (গ) SPOT (ঘ) \text{LANDSAT}।
উত্তর - INSAT
Tags:
Madhyamik