ইতিহাস ভূগোল
দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর
1. প্রথম বিশ্বযুদ্ধের পর যে সন্ধি হয় তা হল - ক) ভার্সাই খ) এ্যান্টি কমিন্টার্ন গ) মিউনিখ ঘ) লুশন ।
উত্তর: ক) ভার্সাই
2. The origins of the second World war গ্রন্থটি রচনা করেন - ক) গাথর্ণ হার্ডি খ) ই এইচ কার গ) ই এল উডওয়ার্ড ঘ) এ জে পি টেলর।
উত্তর: ঘ) এ জে পি টেলর
3. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনাকালে আমেরিকার অবস্থান - ক) মিত্র শক্তির সঙ্গে ছিল খ) অক্ষ শক্তির সঙ্গে ছিল গ) অক্ষশক্তির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল ঘ) নিরপেক্ষ নীতি অবলম্বন করেছিল।
উত্তর: ঘ) নিরপেক্ষ নীতি অবলম্বন করেছিল
4. গণতন্ত্র শব্দটির অর্থ হল - ক) ক্ষুদ্র গোষ্ঠীর শাসন খ) জনগণের শাসন গ) রাজার শাসন ঘ) সম্রাটের শাসন।
উত্তর: খ) জনগণের শাসন
5. অস্ট্রিয়াকে জার্মানির সঙ্গে যুক্ত করে - ক) যুদ্ধ করে খ) গণভোটের মাধ্যমে গ) চুক্তির মাধ্যমে ঘ) জোর করে।
উত্তর: খ) গণভোটের মাধ্যমে