অর্থনীতি ও জীবন যাত্রা
1. রণডঙ্কা মানে কি ?
2. জনপদ বলতে কেমন অঞ্চল কে বোঝায়?
3. ষোড়শ মহাজনপদের আমলে মানুষদের প্রধান জীবিকা কি ছিল?
4. ধানের মধ্যে সেরা ধান কি ছিল?
5. মগধে কোন ধানের চাষ বেশি হতো?
6. ধান ছাড়া আর কি কি ফসল চাষ হতো?
7. খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের পর থেকে গবাদি পশু বলি দেওয়া কমে গিয়েছিল কেন?
8. চাষের কাজে ব্যবহৃত দুটি যন্ত্রপাতির নাম লেখ।
9. বস্ত্র শিল্পের কেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল কোন শহর?
10. একটি বহুল পরিচিত মুদ্রার নাম লেখ।
11. প্রাচীন ভারতের প্রথম নগরায়ন কাকে বলে ?
12. নবর গুলি কি দিয়ে ঘেরা থাকতো ?
13. মৌর্য আমলের অর্থনীতি কিসের উপর নির্ভরশীল ছিল ?
14. নুনকে কি হিসাবে ধরা হতো ?
15. মেগাস্থিনিসের মতে ভারতীয় জনসমাজ কটি জাতিতে বিভক্ত ছিল ?
16. মেগাস্থিনিসের মতে একমাত্র ভারতবর্ষ আক্রমণকারী কে ছিলেন ?
17. ঘরের মধ্যে কি কি আসবাবপত্র ব্যবহার করা হতো ?
18. উত্তর ভারতের প্রধান প্রধান ফসল কি কি ছিল ?
19. দাক্ষিণাত্যের কালো মাটিতে কিসের চাষ বেশি হতো ?
20. কোথায় গোলমরিচের ফলন বেশি হত ?
21. জল সেচ প্রকল্প গুলিকে কি বলা হত ?
22. প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি জলসেচ ব্যবস্থার উদাহরণ দাও ।
23. ওয়াড় মানে কি ?
24. সুদর্শন হ্রদটি কার শাসনকালে বানানো হয়েছিল ?
25. বিদেশে ভারতের কোন কোন জিনিসের চাহিদা ছিল ?
26. ভারতে আমদানিকৃত প্রধান দ্রব্য কি ছিল ?
27. কোন দুটি শহর দামী কাপড় তৈরির জন্য বিখ্যাত ছিল ?
28. কাবেরী নদীর বদ্বীপে অবস্থিত বিখ্যাত বন্দর নগরটির নাম কি ছিল ?
29. মৌর্য আমলে অবসর সময় কাটানোর উপায় কি কি ছিল ?
30. ধনী মানুষদের অবসর কাটানোর উপায় কি কি ছিল ?
31. সমাজ জীবনের ভিত্তি কি ছিল ?
32. গাথা সপ্তসতী বইটি কে লিখেছেন ?
33. গাথা সপ্তসতী বইটি কোন ভাষায় লেখা ?
34. গ্রামে কি কি রকমের রাস্তা ছিল ?
35. মন্দিরে কোন কোন দেবতার পূজো হতো ?
36. গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলের প্রধান ফসল কি ছিল ?
37. দক্ষিণ ভারতে কোন কোন ফসলের চাষের কথা জানা যায় ?
38. অগ্রহার ব্যবস্থা কাকে বলা হয় ?
39. অগ্রহার ব্যবস্থা সুফল কি ছিল ?
40. গুপ্ত আমলে দূরপাল্লার বৈদেশিক বাণিজ্য কমে গিয়েছিল কেন ?
42. দুটি বণিক সংঘের নাম লেখ ।
43. বণিক সংঘের কাজ কি কি ছিল ?
44. আমানত হিসেবে কি কি জমা রাখা হতো ?
45. বণিকদের নিজস্ব সংগঠনকে কি বলা হতো ?
