জলবায়ু অঞ্চল
1. কোন অঞ্চলের জলবায়ু কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ?
2. তন্দ্রা জলবায়ু অঞ্চলে ছোট ঘাস আর গুল্ম জন্মায় কেন ?
3. জলবায়ুর মূল উপাদান গুলি কি কি ?
4. পরিবর্তনশীল অঞ্চল বলতে কী বোঝো ?
5. নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল কাকে বলা হয় ?
6. ক্রান্তীয় শীতকাল কাকে বলে ?
7. নিরক্ষীয় অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসর কত ডিগ্রী সেলসিয়াস ?
8. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কোন প্রক্রিয়ায় প্রচুর বৃষ্টিপাত হয় ?
9. ফোর ও ক্লক রেইন কাকে বলে ?
10. আমাজন নদী অববাহিকায় অবস্থিত ক্রান্তীয় অরণ্য কি নামে পরিচিত ?
11. সেলভা অরণ্যে দেখা যায় এমন দুটি ফুলের নাম লেখ ।
12. সেলভা অরণ্যে কত প্রজাতির গাছ দেখা যায় ?
13. সেলভা অরণ্যে কি কি জীবজন্তু দেখা যায় ?
14. উচ্চ আমাজন অববাহিকায় কোন কোন উপজাতির মানুষেরা বাস করে ?
15. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের কোন কোন দেশে রবার চাষ হয় ?
16. আফ্রিকার গিনি উপকূলের অধিবাসীরা কোন কোন গাছ থেকে তেল উৎপাদন করে ?
17. আমাজন অববাহিকাটি কবে এবং কোন সড়কের মাধ্যমে বহির্বিশ্বের সঙ্গে যুক্ত হয়েছে ?
18. মৌসিম শব্দটি কোন ভাষার শব্দ এবং এর অর্থ কি?
19. কোন কোন দেশে মৌসুমী জলবায়ু দেখা যায় ?
20. মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি ?
21. মৌসুমী জলবায়ু অঞ্চলের শীতকালে কোন বায়ু প্রবাহিত হয় ?
22. উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হয় ?
23. মৌসুমী বায়ুর বিস্ফোরণ কাকে বলে ?
24. মৌসিনরামে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত?
25. ম্যানগ্রোভ অরণ্যে কি কি উদ্ভিদ জন্মায়?
26. ভারতের কোন অরণ্যে সিংহ দেখতে পাওয়া যায় ?
27. মৌসুমী জলবায়ু অঞ্চলের কোন কোন ফসল সবথেকে ভালো উৎপাদিত হয় ?
28. মৌসুমী জলবায়ু অঞ্চলে কোন কোন ফল উৎপাদিত হয়?
29. মৌসুমী জলবায়ু অঞ্চলে কি কি খনিজ সম্পদ পাওয়া? যায় ?
30. মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান শিল্প কি ?
31. মৌসুমী জলবায়ু অঞ্চলের কয়েকটি বিখ্যাত শহরের নাম লেখ।
32. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কাকে বলে ?
33. পৃথিবীর কয়টি দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ুর সর্বাধিক প্রভাব লক্ষ্য করা যায় ?
34. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য কি ?
35. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বার্ষিক তাপমাত্রার প্রসর কত ডিগ্রী ?
36. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের কোথায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয় ?
37. শীতকালীন বৃষ্টিপাতের দেশ কাকে বলে ?
38. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের কোথায় অল্প তুষারপাত হয় ?
39. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান উদ্ভিদ কি ?
40. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান উৎপাদিত ফসল কোনটি ?
41. তুত গাছ কোন শিল্পের জন্য প্রয়োজন ?
42. ফলের ঝুড়ি কাকে বলে ?
43. পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কোথায় এবং কেন গড়ে উঠেছে ?
44. তুন্দ্রা জলবায়ু কাকে বলে ?
45. তুন্দ্রা জলবায়ুর নামকরণের কারণ কি ?
46. তুন্দ্রা জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য লেখ ।
47. উত্তর গোলার্ধে শীতলতম স্থান কোনটি ?
48. নিশীথ সূর্যের দেশ কাকে বলে ?
49. তন্দ্রা জলবায়ু অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ কি কি?
50. তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কোন কোন উপজাতির মানুষ বসবাস করে ?
51. বরফের তৈরি বাড়ি কে কি বলে ?
52. চামড়ার তৈরি তাবু কে কি বলে ?
53. বরফের উপর চাকাহীন গাড়িকে কি বলে ?
54. তিল মাছের চামড়া দিয়ে তৈরি নৌকোর নাম কি ?
55. এস্কিমোরা কি কি শিকার করে ?
56. এস্কিমোদের প্রিয় খাদ্য কি কি তুন্দ্রা জলবায়ু অঞ্চলে? কোথা থেকে কোথা পর্যন্ত রেলপথ নির্মিত হয়েছে ?
57. তুন্দ্রা অঞ্চলে অবস্থিত একটি কয়লা খনির নাম লেখ।